হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ
১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে জগন্নাথপুরে র্যালী, পুষ্পস্তবক অর্পণ, মুক্তিযোদ্ধা সংবর্ধনা, কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
যথাযোগ্য মর্যাদায় ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বিজয়ের প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবস এর কর্মসূচীর সূচনা হয়। সকালে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠন এর আয়োজনে পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এর নেতৃত্বে এক বিশাল র্যালী দলীয় কার্যালয় থেকে বের হয়ে উপজেলা সদরস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে দলীয় কার্যালয়ে ফিরে এসে আলোচনা সভায় মিলিত হয়। এতে বক্তব্য রাখেন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান। আরো বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য সিদ্দিক আহমেদ, জগন্নাথপুর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান নূরুল ইসলাম ও জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজী রেজাউল করিম রিজু। এসময় দলীয় নেতাকর্মী বৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।
এদিকে ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে জগন্নাথপুর উপজেলা প্রশাসন কর্তৃক উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ও কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। এবং সদরস্থ স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা ওড়ানোর মধ্য দিয়ে বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু কিশোরদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনীর অনুষ্ঠিত হয়েছে। এবং উপজেলা পরিষদ চত্বরে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা, যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবার বর্গকে সংবর্ধনা প্রদান, সাংস্কৃতিক ও আলোচনা সভা এবং পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এছাড়াও এই দিবসটি পালন উপলক্ষে জগন্নাথপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, জগন্নাথপুর থানা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এর পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। এবং উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান গুলোর আয়োজনে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।