মো. মাসুদ পারভেজ
বামনা (বরগুনা) প্রতিনিধি
বরগুনা জেলার বামনা উপজেলার ডৌয়াতলা বাজারে অভিযান চালিয়ে দুই ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
১৯ ডিসেম্বর (মঙ্গলবার) দুপুরে এসব জরিমানা আদায় করেন বামনা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও
সহকারী কমিশনার (ভূমি) মো. তারেক হাসান।
পেয়াজের পাকা রশিদ না থাকায় এ জরিমানা আদায় করা হয়।
এ বিষয়ে বামনা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. তারেক হাসান বলেন, ‘এটি নিয়মিত অভিযানের অংশ। প্রত্যেক ব্যবসায়ীকে সর্তকতামূলক জরিমানা করা হয়েছে। তারা সংশোধিত না হলে পরবর্তীতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’