
রিপন কান্তি গুণ, নেত্রকোনা জেলা প্রতিনিধি;
নেত্রকোনার বারহাট্টা উপজেলাধীন স্বল্প দশাল গ্রামে এক দেহ ব্যবসায়ী (ব্যশ্যা) মহিলাকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে সংঘর্ষে নারীসহ আহত হয়েছেন ৩ জন।
আজ রবিবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলার স্বল্প দশাল গ্রামের ফিরোজ মিয়া এবং রক্তু মিয়ার পরিবারের লোকজনের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন: ফিরোজ মিয়ার স্ত্রী মাজেদা আক্তার (৬৫) ও রক্তু মিয়ার ছেলে সেলিম মিয়া এবং ফিরোজ মিয়ার মেয়ে সালমা আক্তার (২৭)।
এলাকাবাসীর দেওয়া তথ্যে ও গোপন সূত্রে জানা যায়, উপজেলার স্বল্প দশাল গ্রামের ফিরোজ মিয়ার ছেলে লাক মিয়া ও রক্তু মিয়ার ছেলে সেলিম মিয়া সহ আরো তিনজন মিলে এক দেহ ব্যবসায়ী (ব্যশ্যা) মেয়েকে টাকার বিনিময়ে নিয়ে আসে। কিন্তু সেলিম মিয়া ওই দেহ ব্যবসায়ী (ব্যশ্যা) মেয়ের সাথে অনৈতিক কাজ করে চুক্তির টাকা না দিয়ে উল্টো ওই মেয়ের মোবাইল এবং টাকা জোর করে রেখে দেয়। তখন লাক মিয়া বিষয়টির প্রতিবাদ করলে তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
পরে তাদের চিৎকার চেচামেচিতে দুই পরিবারের লোকজন এগিয়ে আসলে তাদের মধ্যে সংঘাতের সৃষ্টি হয়। তাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে আহত তিন জনকে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তখন গুরুতর আহত বৃদ্ধা মাজেদা আক্তার (৬৫) কে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে (মমেক) প্রেরণ করা হয়।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলামের কাছে বিষয়টি সম্পর্কে জানতে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি ময়মনসিংহে একটি গুরুত্বপূর্ণ মিটিং এ আছি। এই বিষয়ে থানায় অভিযোগ পেলে অবশ্যই তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করব।