
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি :
জাতীয় সংসদ নির্বাচনে প্রচার—প্রচারণার শেষ দিন গোপালগঞ্জ —২ আসনের জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর প্রার্থী ফুল মিয়া মোল্লা ব্যাপক গণসংযোগ করেছেন।
গতকাল বৃহস্পতিবার বিকেলে থেকে শহরের বিসিক মোড়, কাঁচা বাজার, ফল পট্টি, গাবতলা,ঘোষেরচর ,চৌরঙ্গী ও আদালত এলাকায় এ গণসংযোগ করেন।এ সময় তিনি মশাল প্রতীকে ভোট চান এবং লিফলেট বিতরণ করেন।
এছাড়া নির্বাচিত হলে তিনি গোপালগঞ্জকে একটি আধুনিক সমৃদ্ধ জেলা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রম্নতি দেন। পাশাপাশি আগামী ৭ জানুয়ারি নির্বাচনের দিন সকল ভোটারকে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান। প্রচার প্রচারণায় দলের নেতা কর্মীরা অংশ নেন।