সুমন খান:
সাংবাদিকতা করার সময় আমরা যেন মিথ্যার আশ্রয় না নিই, এটাই আমাদের দায়বদ্ধতা। কারণ, আল্লাহতায়ালা আমাদেরকে সত্য ও ন্যায়ের পথে চলতে বলেছেন। তাছাড়া সাংবাদিকতায় আরও একটা বিষয় আছে, সেটা হলো ধৈর্য। সাংবাদিকতায় ধৈর্য ধারণ করতে হবে। কারণ এটা ধৈর্যের পেশা। মহানবীর (সা:) আদর্শ মতো ধৈর্য্য নিয়ে ন্যায় ও বস্তুনিষ্ঠভাবে আমরা সাংবাদিকতা করবো। সেই ধারাবাহিকতায় মধ্য দিয়ে !
গতকাল মিরপুর ১০ নাম্বারস্থ শের-ই- বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ” মিরপুর প্রেস ক্লাব ” এর উদ্যোগে সাংবাদিকতা শীর্ষক আলোচনা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মিরপুর প্রেসক্লাবের উপদেষ্টা ও জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান , মিরপুর প্রেসক্লাব উপদেষ্টা আফজাল হোসেন জাকির । মিরপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য সেলিম রায়হান , মিরপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ জাকির হোসেন মোল্লা , সহ-সভাপতি নেওয়াজ শরীফ লালন, সাধারণ সম্পাদক – এম মনির হোসেন , সাংগঠনিক সম্পাদক, আনিচ লিমন , যুগ্ম সাধারণ সম্পাদক ইসরাফিল , কোষাধ্যক্ষ আলি আফজাল আকাশ। এছাড়া উপস্থিত ছিলেন দৈনিক খবরের আলো সম্পাদক মোঃ আমিরুজ্জামান , আনন্দ বিনোদন এর সম্পাদক এস এ এম সুমন , মিরপুর প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম রিপন , মিরপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব উদ্দিন মোঃ নজরুল ইসলাম অর্থ সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব , রাশেদা হামিদ অনি , যুগ্ম সাধারণ সম্পাদক- মিরপুর প্রেসক্লাব ,সরদার মাজারুল ইসলাম যুগ্ম সম্পাদক- মিরপুর প্রেস ক্লাব , কাকলি আক্তার ,মহিলা বিষয়ক সম্পাদক -মিরপুর প্রেসক্লাব , সোহরাব হোসেন বাবু,সহ -প্রচার সম্পাদক ,মিরপুর প্রেসক্লাব ,মুরাদ হোসেন লিটন ,সাধারণ সম্পাদক- রূপনগর প্রেসক্লাব । মিরপুর প্রেসক্লাব উপদেষ্টা বিহারী সেলিম , রূপনগর প্রেস ক্লাব , বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব এবং মিরপুর রিপোর্টার্স ক্লাব এর অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।সকলের বক্তব্যে যে বিষয়গুলো উঠে আসে তা হলো। আরো উপস্থিত ছিলেন সাংবাদিক সোহাগ , আসাদুজ্জামান আসাদ, মাসুম বিল্লাহ,, মোহাম্মদ জসিম উদ্দিন , জাতীয় দৈনিক সংবাদ দিগন্তের পত্রিকার সিনিয়র রিপোর্টার সুমন খান প্রমুখ।
পবিত্র মাহে রমজানের সিয়াম সাধনার মাসে সকল সাংবাদিকদের দায়িত্ব সাধারণ মানুষের দুর্ভোগ রাষ্ট্রের কাছে তুলে ধরা।
মানব সেবাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত কারণ ইসলামে মানুষের সহযোগিতা সহমর্মিতা এই সিয়াম সাধনার মূল লক্ষ্য।
কলম সৈনিকেরা রোজা রেখেও জাতির গুরুত্বপূর্ণ তথ্য মানুষের কাছে তুলে ধরেন।
সাংবাদিক,প্রশাসন ও জনগণের মধ্যে সু-সম্পর্কের সেতু বন্ধন থাকতে হবে।