আমিনুল ইসলাম, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকদের উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে র্যালি ও আলোচোনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৩ মে) সকাল সাড়ে ১০টায় ফুলবাড়ী প্রেসক্লাব কার্যালয়ে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবু শহীদ।
ফুলবাড়ী প্রেসক্লাবের দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক সংবাদ প্রতিনিধি আশরাফ পারভেজের সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসাহাক আলী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল ও দৈনিক ভোরের আকাশ প্রকাশক এসএম নূরুজ্জামান জামান। এছাড়াও বক্তব্য রাখেন ফুলবাড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি দৈনিক সমকাল প্রতিনিধি সহকারী অধ্যাপক মো. আজিজুল হক সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক যায়যায়দিন প্রতিনিধি মো. রজব আলী, সাংগঠনিক সম্পাদক দৈনিক আজকের পত্রিকা প্রতিনিধি মো. মেহেদী হাসান উজ্জ্বল, কোষাধ্যক্ষ দৈনিক আমার দেশ প্রতিনিধি মো. মোকাররম হোসেন, পাঠাগার সম্পাদক দৈনিক কালবেলা প্রতিনিধি জ্যেষ্ঠ প্রভাষক রীতা রানী কানু, কার্যকরী সদস্য মো. আব্দুল কাইয়ুম, আঞ্চলিক পত্রিকা দেশ মা’র ব্যবস্থাপনা সম্পাদক আনন্দ কুমার গুপ্ত, দৈনিক আজকের প্রতিভা প্রতিনিধি শিক্ষক মো. হারুন উর রশীদ প্রমুখ।
এ সময় ফুলবাড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক ইত্তেফাক সংবাদদাতা সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দৈনিক কালের কন্ঠ প্রতিনিধি আনোয়ার সাদাত মন্ডল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক দৈনিক আওয়ার বাংলাদেশ প্রতিনিধি মো. আমিনুল ইসলাম, দৈনিক সংবাদ সংযোগ প্রতিনিধি মো. শহিদুল ইসলাম, দৈনিক নিলফামারী বার্তা প্রতিনিধি হিরেন্দ্র নাথ বর্মন হিরু, সাপ্তাহিক চলমান জবাব প্রতিনিধি লিটন সরকার সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোচোনা শেষে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা পৌরশহরে বের করা হয়।##