সালেহ আহমদ (স’লিপক):
“তারুণ্যের প্রেরণায় ঐতিহ্যের চেতনায়” স্লোগান বহনকারী সৃজনশীল প্রকাশনা সংস্থা প্রতিভা প্রকাশ এর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী-২০২৫ইং সারাদেশ থেকে খ্যাতিমান ও প্রতিশ্রুতিশীল লেখকগণের অংশগ্রহণ গত ২ মে সফলভাবে সম্পন্ন হওয়ায় লেখক, পাঠক ও শুভানুধ্যায়ীদের প্রতি অফুরন্ত শুভেচ্ছা, ভালোবাসা ও কৃতজ্ঞতা জানিয়েছেন প্রতিভা প্রকাশের কর্ণধার কবি মঈন মুরসালিন।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দেখতে দেখতে দেড় যুগের সমাপ্তি হলো। ২০০৯ইং প্রথম একুশে বইমেলায় স্টল নেয় প্রতিভা। ৫ বছর পর ২ ইউনিট স্টলে প্রমোশন হলো, তারপর আরো ৫ বছর পর ৩ ইউনিট স্টলে প্রমোশন। কতো পরিশ্রম, কতো কষ্ট করে দেড় যুগ শেষ হয়েছে। একুশে বইমেলার স্পেস এখন কতো বড় হয়েছে। বাংলা একাডেমি চত্বরের সেই কষ্টকর পরিবেশের কথা এখনও মনে হলে ভয় লাগে।
কবি মঈন মুরসালিন বলেন, প্রতিভা প্রকাশ প্রকাশনা সংস্থার ট্রেড লাইসেন্সের বয়স ১৮ বছরে যাত্রা করলেও সৌখিনভাবে এর কার্যক্রম শুরু হয়েছে সেই ২০০৫ইং থেকে। ২০০৮ইং থেকে পুরোপুরি বাণিজ্যিকভাবে প্রতিভা প্রকাশের পথচলা। তারপর থেকে আজও চলমান, সাথে যোগ হয়েছে অনেক অনেক পালক। গত ৩ বছর যাবৎ প্রতিভা প্রকাশ জাতীয়ভাবে লেখক সম্মিলন করে আসছে এবং সম্মিলনে প্রতিশ্রিুতিশীল লেখকদেরকে সাহিত্য পুরস্কার প্রদান করছে।
তিনি আরো বলেন, সারাদেশে প্রতিভা প্রকাশ বইমেলায় অংশগ্রহণ করছে। কলকাতা বইমেলায় অংশ নিচ্ছে নিয়মিত। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়-এর অধিন বিভিন্ন প্রজেক্টে নিয়মিত নির্বাচিত হচ্ছে প্রতিভা প্রকাশের বই। দেশের সবগুলো অনলাইন শপে প্রতিভার বই পাওয়া যায়। এমনকি ভারতের অনলাইন শপ ফ্লিপকার্টেও পাওয়া যায় প্রতিভা প্রকাশ-এর বই। সিদ্ধেশ্বরী, সেঞ্চুরি আর্কেড শপিং সেন্টারে প্রতিভা প্রকাশের রয়েছে সাবকবলায় ক্রয়কৃত নিজস্ব ২টি অফিস স্পেস। নিজস্ব গ্রাফিক্স সিস্টেম। ইউটিউবেও প্রতিভা প্রকাশ চ্যানেলে নিয়মিত বই নিয়ে বিভিন্ন প্রচারণা রয়েছে। অনলাইন ও অফলাইনে বিজ্ঞাপন প্রচারে প্রতিভা প্রকাশ ইতিমধ্যে সবার প্রশংসা কুড়িয়েছে। এছাড়াও প্রতিভা প্রকাশের যাবতীয় কার্যক্রমে প্রতিশ্রুতিশীল তরুণ ও প্রবীণ লেখকদের সহযোগিতা রয়েছে প্রত্যক্ষভাবে।
তিনি বলেন, এ সবকিছু লেখক, পাঠক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতায় সম্ভব ও সফল হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, বিগত দিনের ন্যায় আগামীতেও লেখক, পাঠক ও শুভানুধ্যায়ীদের অকৃত্রিম ভালোবাসায় প্রতিভা প্রকাশ এগিয়ে যাবে সম্মুখপানে।