সালেহ আহমদ (স’লিপক):
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় শারীরিক প্রতিবন্ধী শিশুদের মাঝে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
শনিবার (১০মে) বিকাল সাড়ে ৫টায় কমলগঞ্জ দাখিল মাদ্রাসা সম্মুখস্থ মাঠে উপজেলা জামায়াতের নায়েবে আমির সৈয়দ আমিরুল ইসলাম কয়ছর এর সার্বিক তত্ত্বাবধানে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যক্ষ ইয়ামির আলী।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মোঃ মাসুক মিয়া, সেক্রেটারী এড. মোঃ কামরুল ইসলাম, সহকারী সেক্রেটারী মোঃ মনসুর মিয়া, পৌর আমির মোঃ আব্দুল হাই, সেক্রেটারী মাওঃ সাইফুর রহমান, কমলগঞ্জ দাখিল মাদ্রাসার সুপার মাওঃ সোলায়মান হোসেন, কমলগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওঃ আব্দুস সালাম।
অনুষ্ঠানে কমলগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা ৫ জন শারীরিক প্রতিবন্ধীর শিশুদের মাঝে একটি করে হুইল চেয়ার বিতরণ করা হয়। এসময় কমলগঞ্জ উপজেলা ও পৌর জামায়াত এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ সহ মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।