মোঃ মোস্তাইন বিল্লাহ
দেওয়ানগঞ্জ প্রতিনিধিঃ
“নদী ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ এখন সময়ের দাবী। নয়তো পুরো দেওয়ানগঞ্জই নদীর গর্ভে বিলীন হয়ে যাবে”—এ স্লোগানে ব্রহ্মপুত্র নদের পাড়ে দাঁড়িয়ে মানববন্ধন করেছে দেওয়ানগঞ্জবাসী ।
আমরা বছরের পর বছর ধরে নদী ভাঙনের শিকার হচ্ছি। ঘরবাড়ি, ফসলি জমি, কবরস্থান—কোনো কিছুই রক্ষা পাচ্ছে না। প্রতিবার আমরা প্রতিশ্রুতি পাই, কিন্তু স্থায়ী বাঁধ নির্মাণের কাজ শুরু হয় না। এবার আর আশ্বাসে নয়, আমরা বাস্তব পদক্ষেপ চাই।”
অংশগ্রহণকারী মাহমুদুন নবী উজ্জ্বল বলেন, “নদী ভাঙনে আমাদের সন্তানদের শিক্ষাজীবন হুমকির মুখে পড়েছে। স্কুলঘর নদীতে বিলীন হয়ে যাচ্ছে। চিকিৎসা নিতে বা বাজারে যেতে এখন ঝুঁকি নিয়ে নৌকা ব্যবহার করতে হয়। সরকার যদি দ্রুত বাঁধ নির্মাণ না করে তবে দেওয়ানগঞ্জের মানচিত্রই পাল্টে যাবে।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম, রবিউল ইসলাম, ফরিদা আক্তার, আলেকা বেগমসহ অনেকে। তারা বলেন, নদী ভাঙনের কারণে দেওয়ানগঞ্জ উপজেলার যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্যসহ অসংখ্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ঝুঁকির মুখে।
স্থানীয়দের দাবি, অবিলম্বে স্থায়ী বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া না হলে সড়ক, কালভার্ট, ব্রিজসহ অবকাঠামোগত উন্নয়ন এবং লাখো মানুষের জীবন-জীবিকা ধ্বংসের মুখে পড়বে।