
আমিনুল ইসলাম, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সীমান্ত এলাকার পূজা মণ্ডপগুলোতে আইন-শৃঙ্খলা রক্ষায় কড়া নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) দায়িত্বপূর্ণ এলাকায় ৫৪টি পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে ১২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
ব্যাটালিয়ন সূত্র জানায়, সদর দপ্তর থেকে ২ কিলোমিটারের মধ্যে ৪টি এবং সীমান্ত থেকে ৮ কিলোমিটারের মধ্যে ৫০টি পূজা মণ্ডপসহ মোট ৫৪টি মণ্ডপে টহল জোরদার করা হয়েছে। বিজিবি টহল দল ইতোমধ্যে এসব মণ্ডপে আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছে।
গত রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান, এসজিপি ফুলবাড়ী ও রংপুর ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজা মণ্ডপের পুরোহিত, সভাপতি, সম্পাদক, দর্শনার্থী এবং দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।
পরিদর্শন শেষে তিনি বলেন, “শারদীয় দুর্গাপূজা আমাদের দেশের হিন্দু সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। এ উৎসব নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উদযাপনে বিজিবি সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। ফুলবাড়ী ব্যাটালিয়ন এলাকায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।”
এ সময় উপস্থিত ছিলেন রংপুর রিজিয়ন সদর দপ্তরের পরিচালক (লজিস্টিক) লে. কর্নেল মোহাম্মদ নাহিদ হোসেন, পিএসসি, পরিচালক অপারেশন লে. কর্নেল মো. মনির-উজ-জামান, পিএসসি, দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল গাজী মোহাম্মদ মিজানুল হক, পিএসসি এবং ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার।##