মোঃ মোস্তাইন বিল্লাহ
দেওয়ানগঞ্জ প্রতিনিধিঃ
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার তারাটিয়া প্রেসক্লাবের আহবায়ক সভাপতি রফিকুল ইসলামের উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক সমকালের সাংবাদিক এম.এ রাজ্জাক মিকা, প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন পাররামরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জে, কে সেলিম মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাররামরামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব শফিউল আলম ফর্সা উদ্বোধক হিসেবে অনুষ্ঠান সূচনা করেন।
এছাড়াও প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন পাররামরামপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন আকন্দ সহ আরোও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, দৈনিক বসুন্ধরা গত দুই দশক ধরে দেশ ও মানুষের পক্ষে নিরপেক্ষ সাংবাদিকতা করে আসছে। জনস্বার্থে গুরুত্বপূর্ণ খবর প্রকাশ, সাধারণ মানুষের সমস্যা তুলে ধরা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পত্রিকাটি ইতিমধ্যেই পাঠকের আস্থা অর্জন করেছে। স্থানীয় থেকে জাতীয় পর্যায়ে নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম হিসেবে বসুন্ধরা দেশের গণমাধ্যম অঙ্গনে একটি শক্ত অবস্থান তৈরি করেছে।
অনুষ্ঠানে আরও বলা হয়, সাংবাদিকরা জাতির বিবেক। তাদের কলমের শক্তিতেই সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। বসুন্ধরা সেই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে আসছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনা শেষে কেক কেটে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সম্পন্ন হয়। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে সাংবাদিকদের এই আনন্দঘন মুহূর্তে অংশ নেন।