আমিনুল ইসলাম, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে কবরস্থানের খাস পুকুর লীজ নেয়াকে কেন্দ্র করে বীর মুক্তিযোদ্ধাদের সম্পর্কে কটুক্তি ও অপপ্রচারের অভিযোগে প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মতবিনিময় করেছেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ।
বৃহস্পতিবার (২৪এপ্রিল) বেলা ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ সংবাদ সম্মেলন করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের লিয়াজোঁ কমিটি।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা এছার উদ্দীন ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মোল্লা। লিখিত বক্তব্যে তারা অভিযোগ করে বলেন, ১৯৭৮সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফুলবাড়ী সফরে আসলে পৌর এলাকার পরিত্যাক্ত কানাহার পুকুরটি মুক্তিযোদ্ধাদের দাবির প্রেক্ষিতে লীজ প্রদান করেন। দীর্ঘ ৪৪ বছর থেকে মুক্তিযোদ্ধারা ওই পুকুর ভোগ দখল করে আসছে। এর আয় থেকে মুক্তিযোদ্ধাদের আপদকালীন প্রয়োজনে ও তাদের কল্যাণে ব্যবহার হয়ে আসছে। সম্প্রতি সরকার বদলের পর পেক্ষাপট পরিবর্তন হলে জনৈক সাংবাদিক হারুন উর রশীদ বিভিন্ন ভাবে পুকুর দখলের পায়তারা করছে। তিনি পুকুরের পাড় ভেঙে কবরস্থান বিলীন হওয়ার অভিযোগ তুলে পুকুরের মাছ তুলতে বাঁধা প্রদান করেন। পরে কেয়ারটেকার শফিকুল ইসলাম বুলুর কাছে ২৫হাজার টাকার বিনিময়ে মাছ তুলতে বাঁধা প্রদান থেকে বিরত থাকেন। পরে আবারো ১লক্ষ টাকা চাঁদা দাবি করেন। এই টাকা না পেয়ে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে নানা রকম অপপ্রচার চালাচ্ছেন। বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী আলহাজ্ব মনসুর আলী সরকার মুক্তিযোদ্ধাদের ১০ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন বলেও অপপ্রচার করেছেন। জীবন বাজী রেখে যারা দেশ স্বাধীন করেছেন তাদেরকে ভুয়া মুক্তিযোদ্ধা বলে প্রচার করেছেন। লিখিত বক্তব্যে আরও বলেন, পুকুরের পাড় সংরক্ষণের দায়িত্ব পৌর প্রশাসনের। যদি তারা উদ্যোগ নিয়ে কাজ শুরু করেন তবে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সাধ্যমত সহায়তা করতে রাজী আছে। কিন্তু ওই সাংবাদিক ইমোশনাল বিষয়ে জনগনকে উষ্কে দিয়ে নিজের ফায়দা নেয়ার চেষ্টা করছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থ প্রক্রিয়াধীন।
এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার দক্ষিন পূর্বাংশের ৬টি থানার যুদ্ধকালীন জুনিয়র কমিশন অফিসার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মনসুর আলী সরকার, বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী আকন্দ, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা জনাব আলী শাহ, বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীমসহ অন্যন্য বীর মুক্তিযোদ্ধাগণ ও গণমাধ্যমকর্মিরা।
বিষয়টি নিয়ে কথা বললে চাঁদা দাবির বিষয়টি ভিত্তিহীন দাবি করে সাংবাদিক হারুন উর রশীদ বলেন, যদি আমার বিরুদ্ধে এমন প্রমাণ দিতে পারে তবে সাংবাদিকতা ছেড়ে দেব। মূলত তারা পুকুর সাব লিজ দিয়ে লিজের শর্ত ভঙ্গ করেছে। তারা এতদিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুলকে টাকা দিয়ে পুকুর দখল ধরে রেখেছে। পুকুর আমাদের বিষয় নয়। আমাদের দাবি মূলত কবরস্থান রক্ষা করা। আমাদের যৌক্তিক দাবিকে ভিন্ন খাতে নিতেই চাঁদাবাজির অভিযোগ তুলছেন তারা।##