1. admin@dailyhumanrightsnews24.com : admin :
রবিবার, ১১ মে ২০২৫, ০৮:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
অটোরিকশা চুরির দায়ে গ্রেপ্তার হওয়া সেই ছাত্রদল নেতা বহিষ্কার ফুলবাড়ী থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ফেন্সিডিলসহ মাদককারবারি আটক কমলগঞ্জে অয়েকপম ফাউন্ডেশন মেধাবৃত্তি ২০২৪ এর পুরস্কার প্রদান সিলেটে শেবুল চৌধুরীর জীবন ও কর্ম শীর্ষক “কিছু স্মৃতি কিছু কথা” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত খেলাফত মজলিস দক্ষিণ সুরমার কামালবাজার ইউনিয়ন শাখার দ্বি বার্ষিক অধিবেশন সম্পন্ন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়ন কমিটি গঠন ফুলবাড়ীতে সন্ত্রাসী, চাঁদাবাজ ও ভূমিদস্যুদের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ৩৪ ডিগ্রি তাপমাত্রায় পুড়ছে পঞ্চগড়  বড়লেখা ভূমি অফিসে জালিয়াতির অপরাধে ৪জন কারাগারে লন্ডনে মৌলভীবাজার ওয়েলফেয়ার এন্ড এড্যুকেশন ট্রাষ্ট ইউকের সেমিনার অনুষ্ঠিত

ফুলবাড়ীতে পতিতাবৃত্তির অভিযোগে এক নারীসহ আটক চার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
  • ১০৬ বার পঠিত

(দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ী পৌরশহরের এক বাসাবাড়ীর দোতলায় পতিতাবৃত্তির অভিযোগে এক নারীসহ চারজনকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে, গত বুধবার (১০ মে) রাত ৮টার দিকে পৌর এলাকার পূর্ব গৌরীপাড়া গ্রামের রফিকুল ইসলাম টিটু নামের এক ব্যক্তির বাড়ীতে।
আটককৃতরা হলেন, বাড়ীর মালিক রেজাউল ইসলামের ছেলে রফিকুল ইসলাম টিটু (৪৫), পৌর এলাকার পশ্চিম গৌরীপাড়া ২১ বছর বয়স্ক এক নারী, পার্বতীপুর উপজেলার পূর্ব সুকদেবপুর গ্রামের (চেয়ারম্যানপাড়া) ফয়জার মেম্বারের ছেলে রউফ বাবু (১৮) ও একই গ্রামের জহুরুল ইসলামের ছেলে পিয়ার আলী (১৮)।
থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফুল ইসলামের রুজুকৃত মামলা আরজি সূত্রে জানা যায়, পৌর এলাকার পূর্ব গৌরীপাড়া গ্রামের রফিকুল ইসলাম টিটুর বাড়ীর দোতলায় বুধবার (১০ মে) রাতে পতিতাবৃত্তির সময় স্থানীয়রা ওই বাড়ী ঘেরাও করে পুলিশে খবর দেন। পরে মামলার বাদি উপ-পরিদর্শক (এসআই) আরিফুল ইসলামের একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়ীর মালিক রফিকুল ইসলাম টিটু এবং পতিতাবৃত্তির অভিযোগে ওই নারীসহ রউফ বাবু ও পিয়ার আলী নামের দুইজন খদ্দরকে আটক করে। একই সময়ে পতিতাবৃত্তির কাজে ব্যবহারের জন্য সরকারি নিরাপদ কনডম জব্দ করা হয়।
ধৃত বাড়ীর মালিক রফিকুল ইসলাম টিটু জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছেন, দীর্ঘদিন থেকে তার পূর্ব গৌরীপাড়াস্থ বাড়ীর দোতলায় বিভিন্ন এলাকা থেকে নারীদের দিয়ে পতিতাবৃত্তির কার্যক্রম চালিয়ে আসছিলেন। একইভাবে রউফ বাবু ও পিয়ার আলীও পুলিশের কাছে স্বীকার করেছেন, তারা আটক ওই নারীর সাথে তারা রফিকুল ইসলাম টিটুর দোতলায় পতিতাবৃত্তিতে লিপ্ত হয়েছিলেন।
এদিকে এলাকার বাসিন্দারা নাম প্রকাশ না করার শর্তে বলেন, দীর্ঘদিন থেকে রফিকুল ইসলাম টিটু অদৃশ্য ক্ষমতার বলে দিনে রাতে তার বাড়ীতে পতিতাবৃত্তির কার্যক্রম চালিয়ে আসছিলেন। তার সঙ্গে বিভিন্ন এলাকার প্রভাবশালী কিছু ব্যক্তি ও বখাটের সখ্যতা থাকায় প্রতিবেশীরা এ বিষয়ে প্রতিবাদ করার সাহস পাচ্ছিলেন না।
থানার অফিসার ইনচার্জ (ওসি) আশ্রাফুল ইসলাম বলেন, দীর্ঘদিন থেকে ওই বাড়ীতে পুলিশের নজরদারী ছিল। শেষতক পতিতাসহ খদ্দর ও বাড়ীর মালিককে আটক করা গেছে। এ ব্যাপারে মামলা রুজু করা হয়েছে। আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। তবে শুধু রফিকুল ইসলাম টিটুর বাড়ীতে নয়, পৌরশহরে এমন আরো কয়েকটি বাড়ীতে পতিতাবৃত্তি চলছে, এমন তথ্যও পুলিশের হাতে রয়েছে। দ্রুততম সময়ের মধ্যেই তাদেরকেও আটক করে আইনের আওতায় আনা সম্ভব হবে

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park