1. admin@dailyhumanrightsnews24.com : admin :
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

জয়পুরহাটে আন্তর্জাতিক দাবা টূর্ণামেন্টের উদ্বোধন

  • আপডেট সময় : শুক্রবার, ২৬ মে, ২০২৩
  • ৭০ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ 

পুলিশ সুপার জয়পুরহাট ১ম ফিদে স্ট্যান্ডার্ড রেটিং আন্তর্জাতিক দাবা টূর্ণামেন্ট (বিলো-২০০০) ২০২৩ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান শুক্রবার বেলা ১১ টায় জয়পুরহাট পুলিশ লাইনস ড্রিলশেডে জেলা পুলিশ আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে।

বেলুন উড়িয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) ফারজানা হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ খাজা সামসুল আলম,বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান মল্লিক দিপু,জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল,জয়পুরহাট পৌরসভার প্যানেল মেয়র ইকবাল হোসেন সাবু, সাবেক পৌর মেয়র আব্দুল আজিজ মোল্লা, জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি আব্দুল হাকিম মন্ডল, কমিউনিটি পুলিশিং ফোরাম এর সদস্য সচিব নন্দলাল পার্শ্বী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কে এম এ মামুন খান চিশতী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুব মুর্শেদুল আলম লেবু, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রভাষক এ ই এম মাসুদ রেজা, জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম, অফিসার ইনচার্জ (ডিবি) শাহেদ আল মামুন প্রমুখ।

টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন, ভারত থেকে আগত ১০ জন, এবং বাংলাদেশের রাজশাহী, রংপুর, বগুড়া সহ বিভিন্ন জেলা থেকে মোট ১৩২ জন খেলোয়াড়।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park