মোঃ জাকির হোসেন, উপজেলা প্রতিনিধি (মনিরামপুর) যশোর।
মনিরামপুর উপজেলায় নারী সামাজিক অ্যাসোসিয়েশন, (উই ) প্রকল্পের নির্বাচন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। মোট ১৫টি ভোটকেন্দ্রে ১৬৫০ জন ভোটার আছে। আজ সকাল ৯ টা ৩০ মিনিট থেকে শুরু করে দুপুর 2:30 মিনিট অব্দি ভোট গ্রহণ শেষ হয়। সভাপতি পদে ২ জন, সহ-সভাপতি পদে ৪ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ২ জন, সংগঠনিক ২ জন, দপ্তর সম্পাদক পদে ২ জন, কোষাধাক্ষ পদে ২ জন, সদস্য পদে ৪ জন, মোট ৮ টি পদে ২০ জন প্রার্থী নির্বাচনে প্রতিযোগিতা করেন। সভাপতি পদে ১ জন , সহ সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক ১ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ১ জন, কোষাধ্যক্ষ পদে ১ জন, সাংগঠনিক সম্পাদক পদে ১ , দপ্তর সম্পাদক পদে১ জন, সদস্য পদে ৩ জন, ৮ টি পদে মোট জয়ী হবেন ১১ জন। নারীদের ক্ষমতায়ন , উন্নয়ন প্রকল্পে নারীরাই ভোটার নারীরাই প্রার্থী, এই স্লোগানে মুখরিত হয়ে উৎসব মূখর পরিবেশের সবাই ভোট দিতে আসেন। নারীজাতি নিজেদের ক্ষমতায়ন প্রকল্পের মাধ্যমে নিজেদের শক্তি প্রকাশের মাধ্যমে স্বামীদেরকে সহযোগিতা করতে চান। প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন, মনিরামপুর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা দর্পণ বিশ্বাস ও ভগিরাথ চন্দ্র। পোলিং এজেন্টের দায়িত্ব পালন করেন মোছাঃ রাবেয়া খাতুন।১২৬০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন নাজমা খাতুন,বন্যা দাশ ৯০৪ পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সার্বিক দায়িত্ব পালন করেন। নারীর ক্ষমতায়ণ প্রকল্পের উপজেলা ফিল্ড কো-অর্ডিনেটর সোনিয়া বিশ্বাস। উলাসী সৃজনী সংঘ, মনিরামপুর, যশোর।