1. admin@dailyhumanrightsnews24.com : admin :
শুক্রবার, ০৩ মে ২০২৪, ১১:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের সাথে মত বিনিময় সভা। প্রভাষক শরীফুজ্জামান শরিফ কে জয়যুক্ত করার লক্ষ্যে মাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে কাশিমপুরে আওয়ামী লীগের বর্ধিত সভা ও কমিটি গঠন সময় সংবাদের প্রতিনিধি সজিব এর ওপর নড়াইল জেলা সাবেক ছাত্রলীগ সভাপতির হামলা। রোগীকে দেখতে যাওয়ার ফজিলত ও মর্যাদা। জগন্নাথপুরে ছিনতাইকৃত অটোরিক্সা উদ্ধার সহ ২ জন গ্রেপ্তার গোপালগঞ্জে জেলা আওয়ামীঅলীগের উদ্যোগে ঐতিহাসিক মে দিবস পালন। সারা দেশের নেয় পঞ্চগড়েও মহান মে দিবস পালিত বারহাট্টার বর্তমান উপজেলা চেয়ারম্যানের মনোনয়নপত্র প্রত্যাহার আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জগন্নাথপুরে শ্রমিক সমাবেশ কোম্পানীগঞ্জে চমক দেখাতে পারেন মজির উদ্দিন

তেতুলিয়ায় নিরীহ কৃষকের জমি দখলের চেষ্টা

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪
  • ৮৪ বার পঠিত

পঞ্চগড় জেলা প্রতিনিধি:

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার‌ তিরনই হাট ইউনিয়নের দগড় বাড়ি এলাকায় এক নিরীহ কৃষকের জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে বীর মুক্তিযোদ্ধা আকবর আর্মি সহ তার দ‍ুর্ধর্ষ  বেপরোয়া বাহিনীর বিরুদ্ধে । জানা গেছে জমি দখলকারী এবং সাধারণ মানুষের নামে মামলা দিয়ে বিভিন্নভাবে ভয় ভীতি দেখিয়ে হয়রানি সহ এলাকায় প্রতিনিয়তই কোন না কোন অপৃতিকর বা জবর দখলের ও চুরি-ছিনতাই এর ঘটনা করেই চলেছে আকবর বাহিনীর লোকজন । এ বিষয়ে সোমবার  ( ২২ জানুয়ারি ) জমির মালিক ভুক্তভোগী সুমন ইসলাম সাংবাদিক বরাবর একটি লিখিত অভিযোগ করেন । নিরীহ ওই কৃষক তার ক্রয় কৃত জমিতে যাওয়ার চেষ্টা করলে তাকে মারধর করাসহ আগ্নেয়াস্ত্র উচিয়ে হত্যার হুমকি দিচ্ছে আকবর আর্মি সহ তার সাঙ্গ-পাঙ্গ। এ সময় সাংবাদিকদের দেওয়া লিখিত অভিযোগে সুমন ইসলাম উল্লেখ করেন,

ঐ এলাকার স্থানীয় জলিল,খয়রুদ্দীন আহমদ্দিন সহ আরো  অনেকের কাছ থেকে জেল নম্বর ৪ , তিরনই হাট মৌজার, খতিয়ান নম্বর ১০১,১০২, ১০৩, ১০৪,

১০৫,১৪০,১৪২,২০১,২০২,  এর বিভিন্ন দাগে ৯২ একর জমির মধ্যে ২৫. ৩৭

একর জমি ক্রয় করেন মোঃ মহসিন আলী গং, পিতা, শালেখা । এর মধ্যে (২)মোঃ ফারুক হোসেন (৩)আব্দুর রহমান (৪)মজিবর রহমান ও আইয়ুব আলী সহ এরা পাঁচ ভাই । ২৫. ৩৭ একর জমি দলিল ও ছলে নামা মূল্যে এই জমির মালিক  মোঃ মহসিন আলীসহ ৫ জনেই । এই জমি ক্রয় করে যুগের পর যুগ ধরে ভোগ দখল করে আসছেন মহসিন আলী গং। পারিবারিক কিছু তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমাদের ক্রয়কৃত জমির সঙ্গে  স্থানীয় মুক্তিযোদ্ধা আকবর আর্মি কোন কাগজ পাতি ছাড়াই আমাদের ৩ একর সম্পত্তি গায়ের জোরে তারা দখলে নেয়ার পায়তারা শুরু করে। মুক্তিযোদ্ধা আকবর আলী সহ জড়িতদের মধ্যে, (২)মোঃ হালিম (৩) মোঃ সুফি ইসলাম (৪) মুসলিম উদ্দিন  (৫) নুর ইসলাম (৬) মোশারফ(৭) মোঃ মোস্তফা (৮)মোঃ কুরবান আলী (৯) রশিদুল (১০) মজিবর (১১) সবুজ ( ১২)সাবেত (১৩) হাবিব ও মঞ্জু সহ আরো অনেকেই আকবর আর্মির বাহিনীর সাথে জড়িত।এরা হচ্ছেন আকবর আর্মির কেউ জামাই,কেউ মাদক ব‍্যবসায়ী আবার কেউবা আত্মীয়-স্বজনের মধ্যে । এদেরকে দিয়ে এলাকায় বাহিনী তৈরি করে, নিরহ মানুষদের সাথে অন্যায় অত্যাচার জোর জুলুম সহ্য করা যেন একটি নিয়মিত বিষয় । প্রায় তিন বছর ধরে, জমি নিয়ে বিরোধ চলতেছে তাদের সাথে এক পর্যায়ে, গেল বছর রমজান মাসের পরে, আমার চাচা আইয়ুব আলীকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করেছে, সেই মামলা চলমান রয়েছে । ২৫.৩৭ একর জমির মধ্যে তারা এখন দাবী করে ৩ একর জমি । কিন্তু তাদের কাছে কোন প্রমাণাদিও নেই যে জমি গুলো তারা পাবে । আমাদেরকে হয়রানি করার জন্য কোর্টে বেশ কয়েকটি মামলা ও দায়ের করেছিল । কিন্তু কোন মামলায় জিততে পারেনি তারা ।

সব কয়টি মামলায় আমাদের পক্ষে রায় হয়েছে । অভিযোগে আরও বলা হয় । আবার তারা কোর্টে জিততে না পেরে উপজেলা চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ করেন। চেয়ারম্যান দুই পক্ষকে ডেকে কাগজ পাতি দেখে সিদ্ধান্ত নিলেন ৯২ একর জমিগুলো স্থানীয় আমিন দিয়ে মেপে যার যার জমি তাদেরকে বুঝিয়ে দেওয়ার কথা ছিল রবিবার (২১ জানুয়ারি) । কিন্তু জমিগুলো মাপার আগেই খবর আসলো ৩ একর জমি আকবর আর্মিদের কাছে বুঝিয়ে দিয়ে বাকি জমিগুলো মাপতে হবে ।

এরপরে আকবর আর্মি ও বাহিনীরা সুমনের পরিবারদের অকথ্য ভাষায় গালাগাল শুরু করে। এবং বলতে থাকেন কে জমি মাপতে আসে ওটাই দেখি । আকবর আর্মির নেতৃত্বে লাঠি সোটা আর দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে সুমনের পরিবারকে প্রাণ নাশের হুমকি দেয়। এবং ভয়ে বাসা থেকে কেউ বের হতে পারেননি । পরে পুলিশকে খবর দিলে ঘটনা স্থলে এসে পরিস্থিতি শান্ত করেন ।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park