1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১১:০১ অপরাহ্ন

জগন্নাথপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

  • আপডেট সময় : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪
  • ৩০ বার পঠিত

হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ

বাংলা নববর্ষ -১৪৩১ বঙ্গাব্দ উদযাপন উপলক্ষে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
” নতুন দিনের নতুন আলোয় নতুন জীবন গড়ি জরাজীর্ণ, সাম্প্রদায়িকতা ভূলে সম্প্রীতির হাত ধরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলা নববর্ষ -১৪৩১ বঙ্গাব্দ উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার বিভিন্ন রাজনৈতিক সংগঠন এর নেতাকর্মী বৃন্দ , সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এর সদস্যগণ ও শিক্ষা প্রতিষ্ঠান এর শিক্ষক-শিক্ষার্থী বৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন এর উপস্থিতিতে পহেলা বৈশাখ ১৪ ই এপ্রিল রোজ রবিবার সকাল ১০ ঘটিকার সময় উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামন থেকে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা শুরু হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণস্থ সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চে ফিরে এসে শেষ হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল-বশিরুল ইসলাম এর সভাপতিত্বে ও শিক্ষিকা সালেহা পারভীন ও শিক্ষিকা বাপ্পি রানীর পরিচালনায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক পরিকল্পনা মন্ত্রী, জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এম এ মান্নান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আলোচনা সভার সভাপতি জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল-বশিরুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক লুৎফুর রহমান, জগন্নাথপুর উপজেলা পরিষদ এর মহিলা ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, চেয়ারম্যান সুফিয়া খানম সাথী, জগন্নাথপুর উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, জগন্নাথপুর পৌর সভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না ও ছাত্রলীগ নেতা শায়েখ আহমদ প্রমূখ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে জগন্নাথপুর উপজেলা শিল্পকলা একাডেমি, শিখা শিল্পকলা একাডেমির শিল্পী, উদীচী শিল্পী গোষ্ঠীর শিল্পী ও অতিথি শিল্পী সহ উপস্থিত জনসাধারণের সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন এর মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে গানের তালে তালে ক্ষুদে শিল্পীদের নৃত্য, গান, আবৃত্তি অনুষ্ঠিত হয়েছে।
এই সকল অনুষ্ঠান গুলোতে আরো উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সিদ্দিক আহমেদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল হক, জগন্নাথপুর থানার ওসি তদন্ত সুশংকর পাল, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজী রেজাউল করিম রিজু, জগন্নাথপুর উপজেলা যুবলীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম রিপন, জগন্নাথপুর উপজেলা ছাত্র লীগ এর সাধারন সম্পাদক তাহা আহমদ, উপজেলা ও থানা প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেনী পেশার লোকজন সহ প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
এদিকে দুপুর ১ ঘটিকার সময় সংসদ সদস্য সাবেক পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম মান্নান জগন্নাথপুর উপজেলা সদরস্থ দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সাথে কোশল বিনিময় করেছেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park