1. admin@dailyhumanrightsnews24.com : admin :
শনিবার, ০৪ মে ২০২৪, ১২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে অসুস্থ বিএনপি নেতার শয্যা পাশে নেতৃবৃন্দ যুক্তরাষ্ট্রে দুই হাজারেরও বেশী শিক্ষার্থী গ্রেপ্তার গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের সাথে মত বিনিময় সভা। প্রভাষক শরীফুজ্জামান শরিফ কে জয়যুক্ত করার লক্ষ্যে মাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে কাশিমপুরে আওয়ামী লীগের বর্ধিত সভা ও কমিটি গঠন সময় সংবাদের প্রতিনিধি সজিব এর ওপর নড়াইল জেলা সাবেক ছাত্রলীগ সভাপতির হামলা। রোগীকে দেখতে যাওয়ার ফজিলত ও মর্যাদা। জগন্নাথপুরে ছিনতাইকৃত অটোরিক্সা উদ্ধার সহ ২ জন গ্রেপ্তার গোপালগঞ্জে জেলা আওয়ামীঅলীগের উদ্যোগে ঐতিহাসিক মে দিবস পালন। সারা দেশের নেয় পঞ্চগড়েও মহান মে দিবস পালিত বারহাট্টার বর্তমান উপজেলা চেয়ারম্যানের মনোনয়নপত্র প্রত্যাহার

সাইবার_ক্রাইম_ইনভেস্টিগেশন_সেল, কুষ্টিয়া কর্তৃক তথ্য-প্রযুক্তির মাধ্যমে ০১টি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের ০৯(নয়) জন সদস্য গ্রেফতারঃ

  • আপডেট সময় : রবিবার, ৪ জুন, ২০২৩
  • ৬০ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ

গত ইং-১৭/০৪/২০২৩ তারিখ রাত অনুমান ২০.৩০ ঘটিকা হইতে একই তারিখ রাত অনুমান ২১.৫০ ঘটিকার মধ্যে যে কোন সময় ভেড়ামারা থানাধীন রথপাড়া নগদ ডিসট্রিবিউশন হাউজ গলির মধ্য হইতে বাদী মোঃ তন্ময় কবির এর পিতার নামীয় একটি ডিসকভার ১০০ সিসি লাল রংয়ের মোটর সাইকেল যাহার রেজিস্ট্রি নং- খুলনা মেট্রো-হ-৮৪২২, ইঞ্জিন নং- JBZWDD08574, চেসিস নং- MD2A14AZ4DWD96410, মূল্য আনুমানিক ৭৫,০০০/- টাকা চুরি করিয়া নেয়। ঘটনার অব্যবহির পর জনৈক রাব্বি নামক ফেসবুক আইডিতে বিক্রয় ডটকম পেইজে এই মামলার চুরি যাওয়া মোটর সাইকেলটি প্রদর্শন করিয়া বিক্রয়ের জন্য এ্যাডভারটাইজমেন্ট দিলে উক্ত ফেজবুকের সূত্র ধরিয়া তথ্য প্রযুক্তির মাধ্যমে সিডিআর সংগ্রহ করিয়া ঘটনার সহিত জড়িত আসামীদেরকে যথাক্রমে ঝিনাইদহ জেলার শৈলকুপা থানা এবং চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানা এলাকা হইতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের দেয় তথ্যমতে এই মামলার চুরি যাওয়া মোটর সাইকেলটি গ্রেফতারকৃত আসামী মো: আলমগীর হোসেন এর বসতবাড়ী তথা তাহার দখল হইতে উদ্ধার পূর্বক জব্দতালিকা মূলে জব্দ করিয়া হেফাজতে নেওয়া হয়। আসামীরা আন্ত:জেলা সংঘবদ্ধ চোর চক্রের সক্রিয় সদস্য। প্রাথমিক তদন্তে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরস্পর পরস্পরের যোগসাজসে ঘটনার দিন বাদীর পিতার নামীয় মোটর সাইকেলটি চুরি করার সত্যতা পাওয়া যাইতেছে। উক্ত ঘটনায় ২২/০৫/২০২৩ তারিখ বাদী ভেড়ামারা থানায় হাজির হয়ে লিখিতভাবে এজাহার দায়ের করিলে ভেড়ামারা থানার মামলা নং-১৬ তারিখ- ২২/০৫/ ২০২৩ খ্রিঃ ধারা- ৩৭৯, পেনাল কোড রুজু হয়।

জনাব মোঃ খাইরুল আলম, সুযোগ্য পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয়ের নির্দেশ পুলিশ সাইবার ক্রাইম ইনভেস্টিশেসন সেল, কুষ্টিয়া কর্তৃক চুরি যাওয়া মোটর সাইকেলটি প্রদর্শন করিয়া বিক্রয়ের জন্য এ্যাডভারটাইজমেন্ট দিলে উক্ত ফেজবুকের সূত্র ধরিয়া তথ্য প্রযুক্তির মাধ্যমে সিডিআর সংগ্রহ করিয়া ঘটনার সহিত জড়িত আসামীদের ০৪/০৬/২০২৩ তারিখে ১.মোঃ শরিফুল ইসলাম(২৩), পিতা-মোঃ হাবিবুর রহমান , গ্রাম- এনায়েতপুর, থানা- আলমডাঙ্গা, জেলা –চুয়াডাঙ্গা, ২. মোঃ সোহেল রানা @ আব্দুর রহমান(২৯), পিতা-মোঃ বসির আহম্মেদ , সাং-দলিলপুর, থানা- শৈলকুপা, জেলা -ঝিনাইদহ,৩. মোঃ সাকিব হোসেন(২০), পিতা-মোঃ রফিকুল ইসলাম , গ্রাম- ধাওড়া, থানা- শৈলকুপা, জেলা -ঝিনাইদহ, ৪. মোঃ আলমগীর হোসেন(২২), পিতা-মোঃ বিল্লাল হোসেন, গ্রাম- শীবপুর, থানা- আলমডাঙ্গা, জেলা -চুয়াডাঙ্গা, ৫. মোঃ রাব্বি হোসেন(২০), পিতা-মোঃ আরব আলী শেখ, গ্রাম- দলিলপুর, থানা- শৈলকুপা, জেলা -ঝিনাইদহ, ৬. নুর ইসলাম(২৮), পিতা-ফরহাদ, গ্রাম- ছোট ধলহরা, থানা- শৈলকুপা, জেলা -ঝিনাইদহ, ৭. মোঃ তাছের আলী মল্লিক(৩৮), পিতা-মোঃ সিরাজ উদ্দিন মল্লিক, গ্রাম- রামচন্দ্রপুর, থানা- শৈলকুপা, জেলা –ঝিনাইদহ ৮. মোঃ সোহেল রানা(২২), পিতা-মোঃ হাসমত উল্লাহ, সাং-নান্দবাদ, থানা- আলমডাঙ্গা, জেলা -চুয়াডাঙ্গা, ৯. মোঃ রাজন পারভেজ(২৭), পিতা-মোঃ আব্দুর রহমান , গ্রাম- বাজারপাড়া, থানা- শৈলকুপা, জেলা –ঝিনাইদহদের গ্রেফতার করতঃ ৪নং আসামী মো: আলমগীর হোসেন এর বসতবাড়ী তথা তাহার দখল হইতে বাদীর চুরি যাওয়া মোটরসাইকেল, যাহার মূল্য আনুমানিক ৭৫,০০০/- টাকা উদ্ধার করে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park