মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন সোনালী ব্যাংক পিএলসি’র সদ্য পদোন্নতিপ্রাপ্ত জেনারেল ম্যানেজার বৃন্দ।
শনিবার (১০ জুন) দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে তাঁরা বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় পদোন্নতি প্রাপ্ত জেনারেল মো. আব্দুল মান্নান শেখ, মো. ইকবাল কবীর, নাইমা আক্তার, দুলাল কান্তি বৈরাগী, একেএম শামসুল আলম, মো. শামীম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন। পরে পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।