1. admin@dailyhumanrightsnews24.com : admin :
সোমবার, ০৬ মে ২০২৪, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইবিতে পিএইচডি সেমিনার অনুষ্ঠিত মধ্যনগরে ৪২জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান হবিবপুর (শাহপুর) এলাকায় ভূমি সংক্রান্ত বিষয়ে গ্রামের সম্মান ক্ষুন্ন করায় প্রতিবাদ সভা আল্লাহর পরিচয় জানা মানুষের প্রধান দায়িত্ব। প্রাকৃতিক গ্যাস আসছে গোপালগঞ্জের ভাগ্যের উন্নয়ন হচ্ছে। এবার সময় এসেছে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে ভোটের মাধ্যমে ঋণ পরিশোধ করার। বিশিষ্ট শিল্পপতি এম. বদিউজ্জামানের গোপালগঞ্জের বাস ভবনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। জাতীয় শিক্ষা সপ্তাহ – ২০২৪ খ্রিঃ “কলাকোপা কোকিলপ্যারী উচ্চ বিদ্যালয়ের ধারাবাহিক বিশাল সফলতা”। মেসার্স সহিদ ফিড মিল” এর শুভ উদ্বোধন করেন অধ্যাপক ডাঃ প্রাণ গোপাল দত্ত এমপি (কুমিল্লা ০৭) লক্ষ্মীপাশা যুব সমাজের উদ্যোগে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত।

কুমারখালী_থানা_পুলিশ_কর্তৃক_জুয়া_খেলার_সরঞ্জামীসহ_৫_জন_জুয়ারী_আটক

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ৪৫ বার পঠিত

দৈনিক মানবাধিকার সংবাদ ডেস্কঃ

সোমবার (২২ মে, ২০২৩খ্রিঃ) তারিখে জনাব মোঃ খাইরুল আলম, সুযোগ্য পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয়ের নির্দেশে জনাব মোঃ আবু রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, কুষ্টিয়া এর সার্বক্ষণিক তদারকি ও দিক নির্দেশনায় জনাব মোঃ মোহসীন হোসাইন অফিসার ইনচার্জ, কুমারখালী থানার সহযোগিতায় এসআই(নিঃ)/মোঃ বিল্লাল হোসেন খান সঙ্গীয় ফোর্সের সমন্বিত প্রচেষ্টায় ব্যাপক অভিযান করে ধৃত আসামীরা ১। মোঃ খোকন (৩২), পিতা- আব্দুল জব্বার, ২. মোঃ সুজন (২৫), পিতা-জোয়াদ আলী, ৩. মোঃ সাদেক (৪০), পিতা-মৃত আনছার আলী, ৪. মোঃ সুলতান (৩২), পিতা- শহিদুল শেখ, ৫. মোঃ মিলন (৪০), পিতা-আকবর শেখ সর্ব সাং- বিলকাটিয়া, ইউনিয়ন-যদুবয়রা, থানা-কুমারখালী, জেলা-কুষ্টিয়া এবং তাহাদের হেফাজত হইতে উদ্ধার ও জব্দকৃত (ক) লাল, সবুজ ও সাদা রংয়ের প্রিন্টের ০২ (দুই) সেট ১০৪ (একশত চার) পিচ তাস (খ) ০৪ (চার) জোড়া বিভিন্ন রংয়ের স্যান্ডেল (পুরাতন) (গ) সর্বমোট জুয়া খেলার ১,০৯৫/- (এক হাজার পঁচানব্বই) টাকাসহ গ্রেফতার করা হয়। যদুবয়রা পুলিশ ক্যাম্পের সাধারন ডাইরী নং-৪২৭, তারিখ- ২২/০৫/২০১৩ খ্রিঃ মুলে কুমারখালী থানাধীন ৮নং যদুবয়রা ইউনিয়নে বিশেষ অভিযান ডিউটি করাকালে ইং-২২/০৫/২০১৩ তারিখ রাত্র ২১.৪৫ ঘটিকার সময় কুমারখালী থানাধীন লালন বাজারের অবস্থান করাকালীন সময় এসআই মোঃ বিল্লাল হোসেন খান গোপন সংবাদ পায় যে, কুমারখালী থানাধীন ৮নং যদুবয়রা ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিলকাটিয়া গ্রামস্থ ধৃত আসামী মোঃ খোকন মিয়ার চায়ের দোকান ভিতর হতে জুয়া খেলা করিতেছে। উক্ত সংবাদ প্রাপ্তির সাথে সাথে এসআই(নিঃ)/মোঃ বিল্লাল হোসেন খান উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করিয়া সঙ্গীয় অফিসার ফোর্স সহ ইং ২২/০৫/২০১৩ তারিখ রাত্র ২২.৩০ ঘটিকার সময় উল্লেখিত ঘটনাস্থল পৌছাইলে পুলিশের উপস্থিতি টের পেয়ে কতিপয় ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টাকালে এসআই বিল্লাল সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় তাদেরকে জুয়া খেলারত অবস্থায় জুয়ার সরমঞ্জাম সহ ধৃত করে। পরবর্তীতে আসামীদের বিরুদ্ধে কুমারখালী থানার মামলা নং-২৬, তারিখ-২৩/০৫/২০২৩, ধারা- 4, The Public Gambling Act,1867; রুজু করা হয়। এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে চলমান অভিযান অব্যাহত আছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park