1. admin@dailyhumanrightsnews24.com : admin :
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৩:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ধর্মপাশা উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের ইউপি চেয়ারম্যানের অব্যাহতি জগন্নাথপুরে বোরোধান কাটা উৎসব উদ্বোধন তরুন সমাজের অহংকার গাজী মাসুদ টুঙ্গিপাড়া বাসীর দোয়া ও আর্শীবাদ কামনা করেন। নড়াইলে ১২ কেজি গাঁজা ১টি প্রাইভেটকারসহ ২ জন মাদক কারবারি গ্রেফতার। ছাতকে বাস ও সিএনজির সংঘর্ষে সঙ্গীত শিল্পী পাগল হাসান সহ দুইজন নিহত জগন্নাথপুরে বিএনপি পরিবার এর কোশল বিনিময় অনুষ্ঠিত গোপালগঞ্জের উরফি সিধকেটে ঘরে ঢুকে এসিড নিক্ষেপ ব্যপারটা রহস্যজনক বলে মনে করছে এলাকাবাসী। জগন্নাথপুরে লাখ টাকার মাদকদ্রব্য সহ হিজড়া গ্রেপ্তার গোপালগঞ্জে সময় টিভির ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। বোরহানউদ্দিনে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

গাজীপুর সিটি নির্বাচন প্রমাণ করেছে দলীয় সরকারের অধিনেও সুষ্ঠু নির্বাচন সম্ভব- কাজী মামুন

  • আপডেট সময় : শুক্রবার, ২৬ মে, ২০২৩
  • ৪০৪ বার পঠিত

ডেস্ক রিপোর্টঃ

গাজীপুর সিটি নির্বাচন প্রমাণ করেছে দলীয় সরকারের অধিনেও সুষ্ঠু নির্বাচন সম্ভব- কাজী মামুন
জাপা প্রার্থীর পরাজয় লাঙলের ব্যর্থতা নয়, এটা জিএম কাদেরের অযোগ্যতা

সিলেট ২৬ মে, শুক্রবার:
বিরোধী দলীয় নেতার মূখপাত্র কাজী মামুনূর রশীদ বলেছেন, গাজীপুর সিটি নির্বাচন প্রমাণ করেছে দলীয় সরকারের অধীনেও সুষ্ঠু নির্বাচন সম্ভব। তিনি বলেন, নিরপেক্ষ নির্বাচনের অজুহাতে তত্ত্বাবধায়ক সরকারের দাবিদারদের মুখে চুনকালি দিয়ে গাজীপুরে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। তাহলে কি প্রমাণ করে? গ্রহণযোগ্য নির্বাচনের জন্য দরকার নিরপেক্ষ ও শক্তিশালী নির্বাচন কমিশন এবং স্বদিচ্ছা।

শুক্রবার ২৬ মে বিকেলে সিলেট নগরীর “হোটেল গার্ডেন ইন ভিআইপি”র বলরুমে অনুষ্ঠিত জাপার সিলেট বিভাগীয় সাংগঠনিক সমন্বয় কমিটির প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে কাজী মামুন বলেন, ভুলে যান কেনো?, মাগুরার উপ নির্বাচনে তৎকালীন বিএনপি সরকারের নিলর্জ্জ সদিচ্ছার বহিপ্রকাশ ঘটেছিল। কি হয়েছিল সেদিন, আমরা কি ভুলে গেছি? তিনি বলেন, তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আব্দুর রউফ সাহেব সুষ্ঠু নির্বাচন করতে ব্যর্থ হয়ে দূঃখ প্রকাশ করে মাগুরা ছেড়ে এসেছিলেন। সুতরাং মাগুরার নির্বাচনকারীদের মুখে তত্ত্বাবধায়ক সরকারের দাবি মানায় না। তাদের হাতে যেমন দেশ নিরাপদ নয়, তেমনি গণতন্ত্র ও নির্বাচন নিরাপদ নয়।

এসময় কাজী মামুন বলেন, বলার অপেক্ষা রাখে না, নিঃসন্দেহে গাজীপুরে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে। নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনে বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সরকারের সদিচ্ছা নিয়ে আর কি প্রশ্ন তোলার সুযোগ আছে?

বিরোধী দলীয় নেতার মূখপাত্র আরো বলেন, গাজীপুরে জাতীয় পার্টির প্রায় এক লাখ ভোট ব্যাংক রয়েছে। বিগত নির্বাচনগুলো লাঙলের প্রার্থীরা তেমন ভোটই পেয়েছেন। তাহলে এবার লাঙলের প্রার্থীর জামানত হারানোর মানে জাতীয় পার্টির পরাজয় নয়, এটা জিএম কাদেরের পরাজয়।

সিলেটে পার্টির নেতাকর্মীদের উদ্দেশ্য কাজী মামুন বলেন, নির্বাচনে কে লাঙল প্রতীক পেলো, সেটা মূখ্য বিষয় নয়। লাঙলের মালিক এরশাদ-রওশন এরশাদ। তৃণমূলের লাখ লাখ নেতাকর্মীরা লাঙলের উত্তরাধিকারী। সুতরাং জাতীয় পার্টির প্রার্থীর পক্ষে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহবান জানান কাজী মামুনূর রশীদ।

সিলেট বিভাগীয় সাংগঠনিক কেন্দ্রীয় সমন্বয় কমিটির সমন্বয়ক ও দশম জাতীয় সম্মেলনের যুগ্ম আহবায়ক অ্যাড.জিয়াউল হক মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সাবেক প্রতিমন্ত্রী ও দশম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক এবং ঢাকা বিভাগীয় সাংগঠনিক কেন্দ্রীয় সমন্বয় কমিটির সমন্বয়ক গোলাম সারোয়ার মিলন, সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক খন্দকার মনিরুজ্জামান টিটু ও সম্মেলন প্রস্তুতি কমিটির কেন্দ্রীয় সদস্য পীরজাদা জুবায়ের আহমদ, জাপা নেতা অ্যাড.আবু সালেহ চৌধুরী, মুজিবুর রহমান ডালিম, মুরাদ আহমেদ, এড. কবির আহমদ, মো: জামাল মিয়া, মো.কাইয়ুমসহ সিলেট বিভাগের শীর্ষ নেতৃবৃন্দ।

এতে আরো উপস্থিত ছিলেন সম্মেলন প্রস্তুতি কমিটির কেন্দ্রীয় সদস্য শাহ জামাল রানা, অ্যাড.আব্দুল্লাহ আল হেলাল সৈয়দ মোকাব্বের, ইসরাফিল হোসেন মিয়া, মো.ফিরোজ খান, সোলাইমান মজুমদার ও আব্দুল আজিজ সহ সিলেট বিভাগীয় সমন্বয় কমিটির সদস্য ও মহিলা বিষয়ক সমন্বয়কারী শিউলি আক্তার, মৌলভীবাজার এর আহ্বায়ক এনামুল হক তালুকদার, যুগ্ম আহ্বায়ক,অধ্যাপক মুতাহার হোসেন, ডা, রুবেল আহমদ, সিলেট বিভাগীয় সমন্বয় কমিটির সদস্য, মুরাদ আহমেদ, এম এ কাইয়ুম, প্রিন্সিপাল মখলিছুর রহমান, মাওলানা বশির উদ্দিন, সমন্বয় কমিটির সদস্য, আবু কাওসার খান, মানজু মিয়া, সিলেট জেলার সহ সভাপতি লিয়াকত আলী খান, সেলিম আহমদ, মহানগরীর যুগ্ন আহ্বায়ক, আবুল কালাম দুলাল, আব্দুল আহাদ,সুহেল আহমদ, ইউসুফ সেলু, বিভাগীয় কমিটির সদস্য, জাহাঙ্গীর মেম্বার, হায়দার আলী মেম্বার, জাতীয় ছাত্র সমাজের সিলেট জেলা শাখার সভাপতি বিষ্ণু রবি দাস, মহানগরীর সভাপতি মোজাম্মেল হোসেন বাদশা, জেলা জাতীয় ছাত্র সমাজের সাধারণত সম্পাদক আকাশ দাস, বিভাগীয়  সমন্বয় কমিটির সদস্য, রুজিনা আক্তার, কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য, হাবিবা আক্তার, শাফিয়া বেগম, ফাহিমা বেগম, শেফালী আক্তার, আনন্দ দাস, রাহাদ আহমদ, শাওন, দিপু, ধনি, টুটুল রবি দাস, আকবর হোসেন, ডা আক্তার হোসেন,জৈন্তাপুর উপজেলা জাতীয় ছাত্র সমাজের সাধারণত সম্পাদক রাজু আহমদ প্রমুখ।

এরআগে সকালে বিমান যোগে সিলেট পৌঁছে প্রথমে হযরত শাহ জালাল(রহ.)’র মাজার জিয়ারত করেন কাজী মামুনের নেতৃত্বাধীন  সফরকারী কেন্দ্রীয় সাংগঠনিক টিম। দুপুরে জুমার নামাজ আদায় শেষে হযরত শাহ পরান(রহ.)’র মাজার জিয়ারত করে বেলা তিনটায় প্রতিনিধি সভায় যোগ দেন বিরোধী দলীয় নেতার মূখপাত্র কাজী মো. মামুনূর রশীদ। এদিকে চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সমন্বয় কমিটির কর্মসূচিতে অংশ নিতে শনিবার কক্সবাজার যাচ্ছেন বিরোধী দলীয় নেতার মূখপাত্র।

 

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park