সুনামগঞ্জ প্রতিনিধিঃ
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জুন) বিকেলে জেলা প্রশাসকের সভা কক্ষে জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।
জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার বুরহান উদ্দিনের সভাপতিত্বে ও জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. শরীফ উদ্দিনের সঞ্চালনায় সেমিনারে বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নূরুর রব চৌধুরী, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সাংবাদিক শাহজাহান চৌধুরী, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক হিমাদ্রি শেখর ভদ্র, সাংবাদিক জাকির হোসেন প্রমুখ।