মো শিহাব উদ্দিন গোপালগঞ্জ
সামনে ঈদ উল আযহা উপলক্ষে এলাকার গণ্যমান্য মুরুব্বিদের সাথে মত বিনিময় করেন কাউন্সিলর মোঃ আল আমিন ইসলাম ১২ নম্বর ওয়ার্ড । এবং তাদের উদ্দেশ্যে কিছু কথা বলেন।
প্রিয় ১২ নং ওয়ার্ডবাসীর আসসালামু আলাইকুম।
দ্বিতীয়বার কাউন্সিলর হওয়ার পরে আজ একটি বছর পূর্ণ হল।
মহান আল্লাহপাকের রহমতে,সর্বস্তরের মানুষের দোয়া ও ভালোবাসায়,
১২ নং ওয়ার্ডবাসীর পবিত্র ভোটের মাধ্যমে,আপনারা যে মহান দায়িত্ব আমাকে দিয়েছেন,আমি শতভাগ পালন করার চেষ্টা করেছি,তারপরও বলবো মানুষ মাত্রই ভুল হতে পারে,কেউ ভুলের উর্ধে না,আমার মনের অজান্তে যদি কোন ভুল হয়ে থাকে,অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন,আমাকে বুদ্ধি পরামর্শ দিয়ে সাহায্য করবেন,আমি আপনাদের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতা চাই,আল্লাহর রহমতে অতিতে আপনাদের পাশে ছিলাম,এখনো আছি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও বিপদে-আপদে সুখে-দুখে আপনাদের পাশে থাকব আজীবন।
আল্লাহর রহমতে প্রথমবার কাউন্সিলর হওয়ার পরে, সাবেক ৯ নং ওয়ার্ড বর্তমান ১২ নং ওয়ার্ডে আল্লাহর রহমতে ব্যাপক উন্নয়ন হয়েছিল,গোপালগঞ্জ পৌরসভার মোট নয়টি ওয়াড ছিল, তারমধ্য সবচেয়ে বেশি কাজ হয়েছে সাবেক ৯ নং ওয়ার্ডে,গত পরিষদের টেন্ডারের কাজ এখনো সাবেক ৯ নং ওয়ার্ড বর্তমান ১৩ নং ওয়ার্ডে চলমান রয়েছে।
অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, গত একটি বছর নির্বাচন হয়েছে, বৈশ্বিক সঙ্কট ও অর্থনৈতিক মন্দার কারণে এখনো পর্যন্ত আমাদের উন্নয়নমূলক কনস্ট্রাকশনের কোন কাজ হয়নি,ইনশাআল্লাহ ভবিষ্যতে হবে এটাই আশা রাখি,
গোপালগঞ্জ পৌরবাসীর অনেক আশা ও প্রত্যাশা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপার চাচা শেখ রকিব ভাই মেয়র,গোপালগঞ্জ পৌরসভার ব্যাপক উন্নয়ন করবেন,অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি,একটি বছর অতিবাহিত হয়ে গেছে, এখন পর্যন্ত কোন রাস্তাঘাট ড্রেন এর কাজ পৌরসভায় হয়নি,আশাকরি ভবিষ্যতে হবে,ভালো থাকুক ১২ নং ওয়ার্ডবাসী, ভালো থাকুক গোপালগঞ্জ পৌরবাসী।