1. admin@dailyhumanrightsnews24.com : admin :
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৬:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিলেটে জাতীয় পার্টির বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ পঞ্চগড়ে উৎসবমুখর পরিবেশে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন লোহাগড়া পৌর কার্য সহকারী কবির নিজেকে ইঞ্জিনিয়ার দাবি এনিয়ে তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ। জগন্নাথপুরে ইউনিয়ন মুক্তিযুদ্ধ জাদুঘর জরাজীর্ণ, ময়লা আবর্জনার স্তূপ, ছড়াচ্ছে দুর্গন্ধ বামনায় মুগডালের বাম্পার ফলন, ঘরে তুলতে ব্যস্ত কৃষক তীব্র গরমের মধ্যেই খুলল শিক্ষাপ্রতিষ্ঠান হারিয়েছে এইচ এসসির মুল সনদ গোপালগঞ্জের কাশিয়ানীর মুরাদ সিকদারের প্রতারনার শিকার প্রবাসী সহ অনেকে। বেকারত্ব দূরীকরণ ও মাদকমুক্ত স্মার্ট উপজেলা গড়বো টুঙ্গিপাড়ার জনসভায় মাসুদ গাজী লোহাগড়া পৌর কার্য সহকারী কবির নিজেকে ইঞ্জিনিয়ার দাবি এনিয়ে তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ।

আনসার কমান্ডার খলিলুর রহমান মুক্ত স্কাউট গ্রুপ এর “স্কাউট ওন এবং ইফতার মাহফিল” অনুষ্ঠান-২০২৪ইং

  • আপডেট সময় : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ৫০ বার পঠিত

দৈনিক  মানবাধিকার  সংবাদ  ডেস্কঃ  অদ্য ২৯ মার্চ ২০২৪ রোজ শুক্রবার বোয়ালখালীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শাকপুরা আদর্শ উচ্চ বিদ্যালয়ে-আনসার কমান্ডার খলিলুর রহমান মুক্ত স্কাউটস গ্রুপের “স্কাউট ওন” ও “ইফতার মাহফিল ”  অনুষ্ঠান ৫৩ জন কাব ও স্কাউট অংশগ্রহণ ও মোঃ সামির পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে সুন্দর ও সুস্থভাবে সম্পন্ন হয়।অত্র গ্রুপের প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড প্রাপ্ত এবং চট্টগ্রাম জেলার সহযোগী সদস্য মো আবু নাঈম ও পিএস শহিদুল ইসলাম সামি এর সঞ্চালনায় এবং অত্র গ্রুপের প্রতিষ্ঠাতা-সম্পাদক চট্টগ্রাম জেলার সুপরিচিত মুখ এবং বোয়ালখালীর প্রথম উডব্যাজার জনাব আলহাজ্ব এম. মুছিবুর রহমান বাবুল এর সভাপতিত্বে প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম জেলার সম্মানিত জেলা কমিশনার ও অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব এস এম শাহনেওয়াজ আলী মির্জা -এলটি মহোদয়। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আনসার কমান্ডার খলিলুর রহমান মুক্ত স্কাউট গ্রুপ এর প্রাক্তন এসপিএল-বোয়ালখালীর সাবেক শ্রেষ্ঠ স্কাউটার, সকলের প্রিয় মুখ ও অত্র ইউনিটের বর্তমান কো-অর্ডিনেটর ও সিনিয়র ইউনিট লিডার এবং কুসুমপুরা হাই স্কুল এন্ড কলেজ এর সম্মানিত শিক্ষক,লেখক,কবি ও সংগঠক  জনাব মাহফুজ রকি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র গ্রুপের ইউনিট লিডার এবং ইউসিবি এজেন্ট ব্যাংক বেঙ্গুঁরা বাজার এর সম্মানিত পরিচালক জনাব মো: আবু জাহেদ,উপস্থিত ছিলেন শাকপুরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও অত্র গ্রুপের সম্মানিত ইউনিট লিডার জনাব ফাতেমা বেগম,বিশেষ অতিথি বোয়ালখালী খেলাঘর আসরের সম্মানিত সভাপতি জনাব আবুল ফজল বাবুলসহ প্রমুখ। এসময় প্রধান অতিথি বলেন,রমজানের মাগফিরাত মাসে অত্র প্রতিষ্ঠান আল্লাহর সন্তুষ্টির লক্ষে যে মাহফিলের আয়োজন করেছে তা যেন আল্লাহ কবুল করে এবং এই রমজানের মাসের শিক্ষা হলো হিংসা,বিদ্বেষ,অহংকার ভুলে গিয়ে যেন মানুষে মানুষে ঐক্যবদ্ধ হয়ে একে অপরের পরিপূরক হতে পারে।রোজা এবং কোরআন (কেয়ামতের দিন) আল্লাহর কাছে বান্দার জন্য সুপারিশ করবে।তাই তিনি সবাইকে পরকালের ভীতি অন্তরে সদা মনে রাখতে বলেছেন।জনাব মাহফুজ রকি তার স্বাগত বক্তব্যে বলেন-রহমত, মাগফেরাত আর নাজাতের বার্তা নিয়ে আসা রমজান নিঃসন্দেহে অন্যান্য মাস অপেক্ষা অধিক মর্যাদাপূর্ণ।তাই আল্লাহ তা’লা এই রমজান মাসের বেহেশতের ৮টি দরজা রয়েছে। এর মধ্যে ১টি দরজার নাম রাইয়ান। রোজাদার ব্যতিত আর কেউ ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না এবং আল্লাহ বলেন রোজা আমার জন্যে এবং আমিই তার পুরস্কার দান করবো।তাই সবাইকে রমজান মাসের দেওয়া শিক্ষা মৃত্যুর আগ পর্যন্ত অটুট থাকতে বলেছেন।তিনি আরো বলেন,এমন অনেক মানুষ আছে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েও অন্যের হক বঞ্চিত করে এবং যথাযোগ্য মানুষকে অবজ্ঞা আর গীবতের মতো জগন্যতম কর্মে লিপ্ত হয়ে প্রতিনিয়ত মিথ্যা কথা বলে মানুষকে হেয় প্রতিপন্ন করে।তাই তিনি সবার অন্তরকে আগে আলোকিত হওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করেছেন।কারণ যেখানে আমল ঠিক নাই সেখানে আল্লাহর দরবারে তার নামাজ কবুল হবে কিনা তিনি সন্দেহজনক বলেছেন।অপরদিকে, জনাব ফাতেমা বেগম অত্র গ্রুপের উত্তরোত্তর কামনা করেন এবং সবাই যেন মানুষের মতো মানুষ হয়ে গড়ে উঠতে পারে সেই দোয়া কামনা করেন।এছাড়া,অত্র অনুষ্ঠানের সভাপতি জনাব আলহাজ্ব এম মুছিবুর রহমান বাবুুল বলেন,পবিত্র রমজান মাস মহান আল্লাহর সঙ্গে প্রিয় বান্দার প্রেম বিনিময়ের সবচেয়ে উত্তম সময়। এই মাসে পবিত্র কোরআন নাজিল হয়েছে।তাই সবাইকে বেশি ইবাদাতে মশগুল থাকতে বলেছেন এবং অনুষ্ঠানের ভুল-ভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে বলেছেন।এছাড়াও তিনি প্রাক্তন স্কাউটার জনাব সলিমুল্লাহ,জনাব ইকবাল হোসেন,জনাব ফরিদ,জনাব ফাহিম সহ যারা অক্লান্ত পরিশ্রম করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।পরিশেষে,জনাব আবু জাহেদ উক্ত ইউনিটের শুভ কামনা ও সুস্বাস্থ্য এবং আখেরি মোনাজাতের মাধ্যমে উক্ত ইফতার মাহফিলের সমাপ্তি ঘটে। বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park