1. admin@dailyhumanrightsnews24.com : admin :
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৮:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাংবাদিক হয়রানি মিথ্যা মামলা ও নির্যাতনের প্রতিবাদে উত্তরায় মানববন্ধন তাপদাহে অতিষ্ঠ নীলফামারীর জনজীবন গোপালগঞ্জের কোটালীপাড়ায় শারীরিক প্রতিবন্ধীর ইজিবাইক রাতের আধারে পুড়িয়ে দিল চিহ্নিত দুর্বৃত্তরা। গোপালগঞ্জের কোটালীপাড়ায় শারীরিক প্রতিবন্ধীর ইজিবাইক রাতের আধারে পুড়িয়ে দিল চিহ্নিত দুর্বৃত্তরা। আল্লাহ্ কে, আপনি কি তাঁর পরিচয় জানেন?দুধরচকী। নড়াইলে প্রচন্ড দাবদাহে ইসতিসকার নামাজ পড়ে বৃষ্টির জন্য কাদলেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ধর্মপাশায় নিখোঁজ এক শিশুর লাশ উদ্ধার ধানের বাম্পার ফলনে, হাওরে কৃষকদের মুখে আনন্দের হাসি ধর্মপাশা উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৭জন প্রার্থী ধর্মপাশায় নিরাপদ প্রসবের জন্য বিনামুল্যে সেফটি কীট বিতরণ

এরশাদের কবর জিয়ারত করলেন জাপা প্রার্থী শফিকুল

  • আপডেট সময় : শনিবার, ১৩ মে, ২০২৩
  • ৫৪ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ 

আসন্ন খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও খুলনা জেলা জাতীয় পার্টির সভাপতি শফিকুল ইসলাম মধু রংপুর মহানগরীর দর্শনাস্থ পল্লীবন্ধু মরহুম হুসেইন মুহাম্মদ এরশাদের কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী পথসভা আনুষ্ঠানিক ভাবে শুরু করেন।

শনিবার (১৩ মে) সকালে নগরীর দর্শনাস্থ পল্লীনিবাসে অবস্থিত জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু মরহুম হুসেইন মুহাম্মদ এরশাদের কবর জিয়ারত কালে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ মোস্তাফিজার রহমান মোস্তফা। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুর রাজ্জাক, খুলনা জেলা উলামা পার্টির সভাপতি আনিছুর রহমান, সাধারণ সম্পাদক আল জুবায়ের, খুলনা মহানগর সভাপতি পিরিন্স হোসেন, সাধারণ সম্পাদক আল মামুন, খালিশপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আসরাফুজ্জামান, সোনাডাঙ্গার সভাপতি শেখ সাদি প্রমূখ।

এ ছাড়াও খুলনা জেলা, মহানগর, উপজেলাসহ রংপুর জেলা, মহানগর জাতীয় পার্টি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। কবর জিয়ারত শেষে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী মধু বলেন, আসন্ন সিটি নির্বাচনে দল থেকে আমাকে মনোনয়ন দেয়া হয়েছে। আমি স্যারের কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী কাজ শুরু করছি। খুলনায় ইভিএমে ভোট হবে যদিও বাংলাদেশের মানুষ ইভিএম সম্পর্কে খুব বোঝেনা, এ ক্ষেত্রে আমাদের সংশয় আছে তথাপী আমরা জেনে শুনে সিটি ভোটে অংশ নিচ্ছি। স্বচ্ছ ভোট হলে বিপুল ভোটে জয়ী হবো।

তিনি আরো বলেন, বাংলাদেশের উন্নয়নে মরহুম এরশাদ স্যারের আমলেই হয়েছে, আমাদের খুলনা মেট্রোপলিটন, সিটিসহ সব উন্নয়নে স্যারের হাতে হয়েছে। তাই জাতীয় পার্টিকে ভুলে যাবেনা খুলনার জনগণ।

এ সময় রসিক মেয়র মোস্তফা বলেন, বিগত দিনে দেখেছেন রংপুর সিটি কর্পোরেশনের ভোটে জাতীয় পার্টির বিজয়। সংশয় ছাড়া যদি স্বচ্ছ ভোট হয় তবে খুলনা সিটি কর্পোরেশনেও জাতীয় পার্টি বিপুল ভোটে বিজয়ী হবে, ইনশাআল্লাহ।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park