1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৩:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নড়াইলে সংখ্যালঘুর উপর হামলা ও মারপিটের অভিযোগ থানায় অভিযোগ দায়ের। সবুজ বনায়নে কৃষ্ণচূড়া ফুল, উপভোগ করছেন ফুলপ্রেমী পথিক পুনরায় জনগণের সেবা করার সুযোগ চান প্রার্থী মাহফুজা ইয়াছমিন জগন্নাথপুর থেকে চুরি যাওয়া ইজিবাইক নবীগঞ্জ হতে উদ্ধার, চারজন গ্রেপ্তার শমশেরনগর হাসপাতালে আনুষ্ঠানিকভাবে এ্যাম্বুলেন্স হস্তান্তর করলেন ইংল্যান্ড প্রবাসী শিবলী আহমেদ চৌধুরী আপত্তিকর অবস্থায় ধরা ইউপি সদস্য মাইরের ভিডিও গণমাধ্যমে। স্বাধীন ফিলিস্তিন রাস্ট্র প্রতিষ্ঠার দাবীতে জগন্নাথপুরে পদযাত্রা ও ছাত্র সমাবেশ জগন্নাথপুর সদর বাজারের ৫৫টি দোকান ঘর এর ভাড়া থানায় দেওয়ার নির্দেশ পুলিশের শেষ মুহূর্তে ভোটের জোয়ার উঠেছে ঘোড়া মার্কার টুঙ্গিপাড়া বাবুল শেখের সমর্থক বাহিনীর জুলুম চলমান আবারো মাসুদ গাজী অফিস পুড়িয়ে দিল সন্ত্রাসীরা।

জগন্নাথপুর থানা পুলিশের ওপেন হাউজ ডে ও গাড়ী হস্তান্তর অনুষ্ঠিত

  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ৯৯ বার পঠিত

 

হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ

জগন্নাথপুর থানা প্রশাসনের আয়োজনে বিভিন্ন শ্রেনী পেশার লোকজন এর উপস্থিতিতে ওপেন হাউজ ডে এবং ভয়েস অব জগন্নাথপুর ইউ,কে এর সহযোগিতায় থানা পুলিশের মধ্যে গাড়ী হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
“পুলিশই জনতা, জনতাই পুলিশ, পুলিশকে তথ্য দিন,সেবা নিন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের আয়োজনে ১১ ই জুলাই রোজ মঙ্গলবার দুপুর সাড়ে এগারো ঘটিকার সময় জগন্নাথপুর পৌরসভার হলরুমে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে ও এসআই সাব্বির আহসান এর পরিচালনায় ওপেন হাউজ ডে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ এহ্শান শাহ।
হাফিজ মোঃ আনোয়ার হোসেন এর কোরান তেলাওয়াত এর মধ্য দিয়ে অনুষ্ঠিত উক্ত সভায় স্বাগত বক্তব্য রাখেন, অনুষ্ঠান এর সভাপতি অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজী মোঃ রেজাউল করিম রিজু, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, জগন্নাথপুর উপজেলা পরিষদ এর মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী, জগন্নাথপুর পৌর সভার কাউন্সিলর শফিকুল হক, জগন্নাথপুর পৌর সভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, জগন্নাথপুর উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর বাজার বনিক সমিতির সাধারন সম্পাদক জাহির উদ্দিন, জগন্নাথপুর বাস মালিক সমিতির সভাপতি হাজী শাহ নিজামুল করিম, জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূঁইয়া, আব্দুশ শহীদ, হাফিজ মোঃ মুহিবুর রহমান ও আশরাফ আলী প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন,
জগন্নাথপুর পৌর সভার কাউন্সিলর কৃষ্ণ চন্দ্র চন্দ, জিতু মিয়া, সোহেল আহমদ, ভয়েস অব জগন্নাথপুর ইউকে এর সদস্য সচিব আলহাজ্ব মোঃ তৌফিক আলী মিনার, পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঙ্গুর মিয়া, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছদরুল ইসলাম, জনগন্নাথপুর উপজেলা বাস- মিনিবাস শ্রমিক সমিতির সভাপতি মোঃ রব্বানী মিয়া, জগন্নাথপুর প্রেসক্লাব এর সাধারন সম্পাদক সানোয়ার হাসান সুনু, সাংবাদিক অমিত দেব, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফখরুল হোসেন, সহ-সভাপতি মাস্টার মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক রাদেশ দেবনাথ ও থানার কর্মকর্তা ও কনস্টেবল বৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।
এছাড়াও সকাল ১১ ঘটিকার সময় জগন্নাথপুর থানা প্রাঙ্গনে ভয়েস অব জগন্নাথপুর ইউ,কে এর অর্থায়নে থানা পুলিশের ডিউটি’র জন্য গাড়ী হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ এহ্শান শাহ্ এর হাতে এই গাড়ীর চাবি ও গাড়ী হস্তান্তর করেছেন “ভয়েস অব জগন্নাথপুর ইউ,কে “এর সদস্য সচিব আলহাজ্ব মোঃ তৌফিক আলী মিনার। এসময় জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, এসআই, এএসআই ও কনস্টেবল বৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। এই সংগঠন এর পক্ষ থেকে আরও একটি গাড়ী থানায় প্রদান করা হবে বলে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park